ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ফেনীতে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ ফেনীতে কৃষকের ধান কাটছে ছাত্রলীগ। ছবি: বাংলানিউজ

ফেনী: দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় ফেনীর সোনাগাজী উপজেলায় কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার চর শাহভিকারী কেরামতিয়া বাজার এলাকায় ধান কাটতে মাঠে নামেন তারা।

স্থানীয় কৃষক সাহাবউদ্দিন জানান, পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরি বেড়ে গেছে।

তিনি জানান, আমার তিন একর জমিতে ধান পেকে গেছে অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রলীগের ভূমিকা আমায় আশ্বস্ত করেছে।

সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সৃষ্টির পর থেকে দেশের প্রত্যেকটি প্রয়োজনে সামনে দাঁড়িয়েছে। আবাদি জমি বেশি হওয়ায় সোনাগাজী ফেনীর খাদ্যভাণ্ডার। প্রতিকূল পরিস্থিতিতে ফেনী জেলা ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়িয়ে নিজেদের ঐতিহ্যের কথা মানুষকে মনে করিয়ে দিয়েছে।
ফেনীতে কৃষকের ধান কাটছে ছাত্রলীগ।  ছবি: বাংলানিউজফেনী জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধানকাটা কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের নেতা সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী এ বিষয়ে প্রত্যক্ষ নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সোনাগাজী উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের নিশ্চয়তা দিয়েছি যতদিন আমাদের প্রয়োজন হবে ততদিন তারা আমাদের সহযোগিতা পাবেন।

সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো বাংলানিউজকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দরিদ্র কৃষকদের অতিরিক্ত টাকা খরচ করে ধান কাটায় জনবল নিয়োগ দেওয়ার অবস্থায় নেই। ছাত্রলীগ এগিয়ে এসে কৃষকদের উৎসাহিত করেছে।

সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন বাংলানিউজকে বলেন, আমাদের ৬০ জন নেতাকর্মী দুই দলে ভাগ হয়ে ধান কাটার কাজ করছি। উপজেলায় কৃষকদের সহযোগিতায় আমাদের ১০টি দল মাঠে কাজ করবে।

সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার বাংলানিউজকে বলেন, এখানে ১ হাজার ১১০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। আশা করা যায় বাম্পার ফলন হবে।

ছাত্রলীগের ধানকাটা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাভেদ হায়দার জজ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।