ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তচিন্তা-গণমাধ্যমের টুঁটি চেপে ব্যর্থতা ঢাকা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ৬, ২০২০
মুক্তচিন্তা-গণমাধ্যমের টুঁটি চেপে ব্যর্থতা ঢাকা যাবে না

ঢাকা: মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিক ও গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সরকারের সীমাহীন ব্যর্থতা ঢেকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (০৬ মে) সন্ধায় বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে নাগরিকদের মুক্ত চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও সাংবাদিকতার টুঁটি চেপে ধরে করোনা সংকট মোকাবিলায় সরকারের সীমাহীন ব্যর্থতা ঢাকার অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ যেমন মানছে না, তেমনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাজের চূড়ান্ত সমন্বয়হীনতা এবং দায়িত্বহীন অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে দেশে করোনা সংক্রমণে ঝুঁকি ক্রমাগত বেড়ে চলছে। কারখানা, দোকানপাট, শপিংমল খুলে দেওয়ায় ইতিমধ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি গত ৮ দিনে শনাক্ত হয়েছে। সরকার যেমন করোনা সংক্রমণ প্রতিরোধে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তেমনি করোনা দুর্ভোগে পড়া জনগণের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল চুরির ঘটনার খবর প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের ক্রমবর্ধমান এই ব্যর্থতা ও ত্রাণ চুরির খবর ঢেকে রাখতেই নাগরিকদের মুক্ত চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্র-সাংবাদিকতার টুঁটি চেপে ধরতে কুখ্যাত নিবর্তনমূলক আইন ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক ও নাগরিকদের হয়রানি, গ্রেপ্তার ও অপহরণের মতো ঘটনা ঘটিয়ে চলছে।

‘ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির ত্রাণ চুরির রিপোর্ট করায় বিডিনিউজ ২৪ডটকম, ও জাগোনিউজ ২৪ডটকম এর সম্পাদকদ্বয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে। ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে যুবলীগ নেত্রী পাপিয়া সংক্রান্ত নিউজ শেয়ার করায় তাকে ২ মাস ধরে অপহরণ করে রাখার পর সম্প্রতি হাত কড়া দিয়ে পিছমোড়া করে বেধে অনুপ্রবেশকারী হিসেবে আদালতে হাজির করা হয়। ওই মামলায় জামিন হওয়ায় তাকে আটকে রাখার জন্য ডিজিটাল আইনে তার নামে ঢাকায় মামলা থাকার পরও ৫৪ ধারার অপপ্রয়োগ করে তাকে জেলে পাঠানো হয়েছে। সুনামগঞ্জে ত্রাণ নিয়ে দুর্নীতির রিপোর্ট করায় এস এ টিভির সুনামগঞ্জ প্রতিনিধি ও হাওরাঞ্চলের কথা’র সম্পাদককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা এবং রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুল ভূঁইয়া, কার্টুনিস্ট কিশোর, লেখক মোস্তাকসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের অপরাধ টাঙ্গাইলের এমপির কাঁচা ধান কাটার ছবি এবং ত্রাণ সংক্রান্ত বিভিন্ন মন্তব্য ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় গতকাল সন্ধ্যায় বাসা থেকে সাদা পোষাকে তুলে নেওয়া হয়েছে। ’

বিবৃতিতে নেতারা বলেন, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা ও কালো আইন প্রয়োগ, অপহরণ করে ব্যর্থতা ঢেকে রাখা যাবে না। এতে সরকারের শেষ রক্ষা হবে না। অবিলম্বে রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুল ভূঁইয়া, কার্টুনিস্ট কিশোর, লেখক মোস্তাক, সাংবাদিক কাজলসহ ডিজিটাল আইনে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ০৬, ২০২০
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।