ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিদারুলকে নিয়ে আমরা চিন্তিত, উদ্বিগ্ন: মুবিনুল হায়দার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ৭, ২০২০
দিদারুলকে নিয়ে আমরা চিন্তিত, উদ্বিগ্ন: মুবিনুল হায়দার লোগো

ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুলকে নিয়ে আমরা চিন্তিত, উদ্বিগ্ন। তাকে অবিলম্বে মুক্তি দিন।’

বুধবার (৬ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘কাল (৫ মে) সন্ধ্যায় ইফতারির সময় ‘রাষ্ট্রচিন্তা’র সংগঠক দিদারুল ইসলাম ভূঁইয়াকে বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের একদল লোক।

তারা নিজেদের র‌্যাব-৩ এর সদস্য বলে পরিচয় দিয়েছে। যদিও র‌্যাব-৩ এখনো আনুষ্ঠানিভাবে একথা স্বীকার করেনি। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলছে, এভাবে বহু লোককে তুলে নিয়ে গিয়ে পরে স্বীকার করা, অন্য কোনো জায়গায় ফেলে রাখা, এমনকি খুন পর্যন্ত করার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী মাধ্যমে ঘটেছে।  দিদারুলকে নিয়ে আমরা চিন্তিত, উদ্বিগ্ন। ’

মুবিনুল হায়দার বলেন, ‘আমরা যতটুকু জানি, তিনি সরকারের বিভিন্ন অন্যায়, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ বিষয়ে লেখেন, মতামত তৈরি করেন। এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেন। এ অধিকার দেশের প্রত্যেক নাগরিকের আছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখছি বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কথা বললে শুধু আটক নয়, একেবারে গুম করে দেওয়া হচ্ছে। খুব খোলামেলাভাবে মানবাধিকার, গণতন্ত্র এসবকিছুর তোয়াক্কা না করে সরকারি বাহিনী একের পর এক প্রতিবাদী লোককে তুলে নিয়ে যাচ্ছে। কখনো তুলে নেওয়ার ঘটনা স্বীকার করছে, কখনও করছে না। কিছুদিন আগে সাংবাদিক কাজলকে গুম করা হলো, এখন তাকে নিয়ে আরেকটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এর আগে সাংবাদিক শহীদুল আলমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদপত্রে, টিভি, মিডিয়ায়, রাজপথে- যারাই যেখান থেকে প্রতিবাদ করছেন, তাদের বিরুদ্ধেই সরকার আগ্রাসী হয়ে উঠছে। বেআইনিভাবে ক্ষমতায় আসা এ সরকার রাজনৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে, এতটুকু সমালোচনা তারা সহ্য করছে না। ’

তিনি আরও বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন ধুলিস্যাৎ হয়ে গেছে। বাকস্বাধীনতা, গণতন্ত্রের কোন ছাপই এ দেশে নেই। রাষ্ট্রের এ ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে দিদারুলকে মুক্তি দিন। দমন-পীড়ণ বন্ধ করে মহামারির হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য কার্যকর পদক্ষেপ নিন। ’

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ০৭, ২০২০
ইইউডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।