ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনামুক্ত হলেন বাহাউদ্দিন নাছিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
করোনামুক্ত হলেন বাহাউদ্দিন নাছিম

ঢাকা: করোনা ভাইরাসমুক্ত হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি করোনা চিকিৎসায় রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্লাজমা দেওয়ার কথা থাকলেও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে পরবর্তীতে তার প্লাজমা থেরাপি লাগেনি।

বাহাউদ্দিন নাছিম বাংলানিউজকে জানান, করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর চিকিৎসক তাকে আগামী দুই মাসের জন্য ওষুধ দিয়ে বাসায় বিশ্রামে থাকতে বলেছেন। এ শর্তে আগামী দুই সপ্তাহ তাকে আইসোলেশনে থাকতে হবে।

করোনামুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, দেশবাসী ও পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দ্রুত সুস্থ হয়ে তিনি যাতে মানুষের জন্য কাজ করতে পারেন সেজন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।