ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমসির ছাত্রাবাসে গণধর্ষণ: দোষীদের শাস্তি চায় সিলেট মহানগর আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এমসির ছাত্রাবাসে গণধর্ষণ: দোষীদের শাস্তি চায় সিলেট মহানগর আ’লীগ

সিলেট: এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
 
রোববার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে মহানগর আওয়ামী লীগের নেতা বলেন, ন্যাক্কারজনক এ ঘটনায় গোটা সিলেটের মানুষ লজ্জিত, ব্যথিত ও মর্মাহত এমসি কলেজের ঐতিহ্য এবং মর্যাদাকে কলঙ্কিত ও কলুষিত করেছে। একজন নারীর এমন চরম অবমাননা ও লাঞ্ছনা সভ্য সমাজ কোনো ভাবেই মেনে নিতে পারে না। অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন ভবিষ্যতে কেউ এরকম অপরাধ সংগঠন করতে সাহস না পায়।
 
বিবৃতিতে তারা আরও বলেন, অপরাধ ও অপরাধীর পৃষ্ঠপোষকতা সভ্য সমাজ, পলিটিক্যাল সোসাইটি কখনো বরদাশত করে না এবং যে বা যারা সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন ও দেবেন অতীতের মতো সিলেটবাসী তাদের চিহ্নিত ও প্রত্যাখ্যান করবে।
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।