ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মাহবুবে আলমের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, সেপ্টেম্বর ২৭, ২০২০
মাহবুবে আলমের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

ঢাকা: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে দেশ এক বরেণ্য আইনজীবীকে হারালো। তার মৃত্যুতে দেশের বিচার অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়।  

‘অ্যাডভোকেট মাহবুবে আলম দেশের ইতিহাসে দীর্ঘ সময় অ্যাটর্নি জেনারেল-এর দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলো পরিচালনায় অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। অ্যাডভোকেট মাহবুবে আলম নতুন প্রজন্মের আইন কর্মকর্তাদের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন তার কর্মের মাঝে ‘

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।