ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে হেরোইনসহ কৃষকলীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
রাজশাহীতে হেরোইনসহ কৃষকলীগ নেতা গ্রেফতার

রাজশাহী: হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে এক নারীকেও গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে পাওয়া ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর শিরোইল এলাকায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- গোদাগাড়ীর কামিরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রুহুল আমিন ও সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাজার এলাকার আসিফ হোসেনের স্ত্রী রোজিনা খাতুন। রুহুল আমিন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, কৃষকলীগ নেতা রুহুলের কাছে ৪০ গ্রাম হেরোইন ছিলো। আর তার সঙ্গে থাকা রোজিনার কাছে ছিল ১০ গ্রাম। তারা বাসস্ট্যান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।