ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এমসি কলেজের পৈশাচিক ঘটনা সভ্য যুগে মেনে নেওয়া যায় না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, সেপ্টেম্বর ২৮, ২০২০
এমসি কলেজের পৈশাচিক ঘটনা সভ্য যুগে মেনে নেওয়া যায় না

ঢাকা: সিলেট এমসি কলেজে এক গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, সভ্য যুগে এমসি কলেজের পৈশাচিক ঘটনা মেনে নেওয়া যায় না।  

তিনি আরও বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধ আর না হয়।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসএমএকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।