ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুয়েত দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করলেন বিএনপি নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
কুয়েত দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করলেন বিএনপি নেতারা কুয়েত দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করছেন বিএনপির এক নেতা

ঢাকা: কুয়েতের আমিরের মৃত্যুতে ঢাকাস্থ কুয়েত দূতাবাসে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি গুলশানে কুয়েত দূতাবাসে যায়।

সেখানে রাখা শোক বইতে তারা স্বাক্ষর করেন।

এসময় নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে গত ২৯ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে দেশটির ঢাকাস্থ দূতাবাসে বিএনপি নেতারা শোক প্রকাশ করেন। তারা সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। তারা কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াতের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।