ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

প্রবাসী জনশক্তির কল্যাণে সরকারকেই ব্যবস্থা নিতে হবে: জাগপা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৪, অক্টোবর ২, ২০২০
প্রবাসী জনশক্তির কল্যাণে সরকারকেই ব্যবস্থা নিতে হবে: জাগপা

ঢাকা: বিদেশে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বিবেচনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের পরেই মালয়েশিয়া, কাতার এবং সিঙ্গাপুরের অবস্থান। করোনায় বহু জনশক্তি দেশে ফিরে এসে ভয়াবহ দুর্দিনের মধ্যে সময় কাটাচ্ছে।

তাদের দুর্ভোগ দূর করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

তারা বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাসে দেশে ফিরেছেন কয়েক লাখ প্রবাসী শ্রমিক। এর মধ্যে অনেকেই স্থায়ীভাবে ফিরে এসেছেন। এছাড়া বিদেশে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী এখন কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থায় যারা দেশে ফেরত এসেছেন তারা কবে নাগাদ যেতে পারবেন কিংবা আদৌ যেতে পারবেন কী না তা নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা।

নেতৃদ্বয় বলেন, এসব বিদেশফেরত প্রবাসী কর্মীদের নিয়ে সরকারের দায়সারা ভূমিকা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করছে। সরকারের অবস্থা দেখে মনে হয় তারা এই মানুষগুলোকে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের উচিত অবিলম্বে বিদেশ ফেরত শ্রমিকদের আবারও তাদের কর্মক্ষেত্রে পাঠানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।