ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘তুই ধর্ষক’ আওয়াজ তুলে সামাজিক প্রতিরোধ গড়তে ইনুর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
‘তুই ধর্ষক’ আওয়াজ তুলে সামাজিক প্রতিরোধ গড়তে ইনুর আহ্বান বক্তব্য রাখছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু

ঢাকা: 'তুই রাজাকার'-এর মতোই 'তুই দুর্নীতিবাজ', 'তুই লুটেরা', 'তুই ধর্ষক' আওয়াজ তুলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইনু বলেন, প্রতিনিয়ত সমাজের মানুষ যে অন্যায়, অত্যাচার, ধর্ষণ, নির্যাতন, ঘুষ, দুর্নীতি, লুটপাত, দখলবাজী, ক্ষমতাবাজী, ক্ষমতার অপব্যবহার, হয়রানিতে জর্জরিত হচ্ছেন সেগুলোর প্রতিকারে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। রাজাকাররা যেমন সমাজে মাথা উঁচু করে চলতে পারে না, ঠিক তেমনি দুর্নীতিবাজ-লুটেরা-ধর্ষকদেরও সমাজে মাথা উঁচু করে চলতে দেওয়া যাবে না। তাদের বেপরোয়া ভাব দমাতে 'তুই রাজাকার'-এর মতোই 'তুই দুর্নীতিবাজ', 'তুই লুটেরা', 'তুই ধর্ষক' আওয়াজ তুলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।  

যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, যুবদের অধিকার, মর্যাদা, সম্মান প্রতিষ্ঠা করার পাশাপাশি দেশ, জাতি, জনগণ, সমাজের প্রতি যুবদের দায়িত্ব আছে। তাই জাতীয় রাজনীতির বিষয়েও যুবদের ভুমিকা আছে। প্রাথমিকভাবে জাতীয় ইতিহাস-ঐতিহ্য, জাতীয় সংগ্রামের চেতনা, মুক্তিযুদ্ধ ও সংবিধানকে ধারণ করতেই হবে। এর বাইরে মানব সমাজের প্রগতি, মুক্তি, মানবিকতা, মনুষ্যত্ব, আদর্শ ও দর্শনকেও ধারণ করতে হবে। অসৎ রাজনীতিক, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ীদের দুর্নীতি-লুটপাটের সিন্ডিকেট ধ্বংস করে দিতে হবে। এসবের বিরুদ্ধে যুব বিদ্রোহ ও সামাজিক প্রতিরোধ আজ সময়ের দাবি।

জাতীয় রাজনৈতিক কর্তব্য, যুবদের কর্মসংস্থান নিশ্চিত, বেকার যুবদের বেকারভাতা আদায়ের দাবির পাশাপাশি অনাচার-অবিচার-ধর্ষণ-নির্যাতন-দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে যুব বিদ্রোহ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান ইনু।

সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনি, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ সুমন, প্রদীপ কুমার রায়, প্রভাষক আমিনুল ইসলাম কহিনুর, শুভংকর দে বাপ্পা, একরামুল হক খান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, মুহাম্মদ সামসুল ইসলাম সুমনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।