ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জবাবদিহিতার অভাবেই এমসি কলেজে গণধর্ষণ: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
জবাবদিহিতার অভাবেই এমসি কলেজে গণধর্ষণ: জিএম কাদের

ঢাকা: সরকারের জবাবদিহিতার অভাবেই সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে যাতে বিশ্বের সামনে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের মতো এমন বীভৎস ঘটনার দায় কেউ এড়াতে পারে না। আমরা প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  

‘পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির শাসনামলে নারী ও শিশু নির্যাতন দমন আইন করেন। নারীর প্রতি অ্যাসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করে অ্যাসিড সন্ত্রাস বন্ধ করেছিলেন।  

টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনের সমালোচনা করে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির কারণে সংসদে জবাবদিহিতা নিশ্চিত হয়নি এমন অভিযোগ সঠিক নয়।

তিনি টিআইবিকে উদ্দেশ্য করে বলেন, তিন জোটের রূপরেখা অনুযায়ী হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। তিন জোটের রূপরেখা অনুযায়ীই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ৭০ ধারা অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারেন না। তাই বর্তমান সংসদীয় সরকার ব্যবস্থায় প্রকৃত গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।