ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৮ আসন নিয়ে গুলশানে সংঘর্ষ, বিএনপির তদন্ত কমিটি

মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
ঢাকা-১৮ আসন নিয়ে গুলশানে সংঘর্ষ, বিএনপির তদন্ত কমিটি ...

ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার ২১ দিন পর এক সদস্য বিশিষ্ট দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির একমাত্র সদস্য খায়রুল কবির খোকন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে আমাকে জানানো হয়েছে। শুক্রবার একটি চিঠিও দেওয়া হয়েছে। গুলশানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে বিষয়ে আমি নিরপেক্ষভাবে তদন্ত করে একটি রিপোর্ট দেব।

কতদিনের মধ্যে রিপোর্ট দেবেন জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনই বলতে পারছি না। তবে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেওয়ার চেষ্টা করব।

আপনার রিপোর্টের ওপর নির্ভর করে ঢাকা-১৮ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হবে কি না, জানতে চাইলে খায়রুল কবির খোকন বলেন, সেটা হাই কমান্ডের বিষয়। তবে আমার রিপোর্টের তো একটা মূল্যায়ন থাকবে। আমি সঠিক রিপোর্ট দেওয়ার চেষ্টা করব।

গত ১১ সেপ্টেম্বর দেশের চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন ঢাকা-১৮ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন নেতাকর্মী আহত হন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন ও যুবদল মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশান-২ এলাকায় এমন সংঘর্ষের ঘটনা দলটির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতারা ক্ষুব্ধ হন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওই সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। কিন্তু কমিটি গঠন না করায় ওই আসনের অন্য সাত মনোনয়নপ্রত্যাশী তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেন। তার নির্দেশেই ঘটনার ২১ দিন পর তদন্ত কমিটি গঠন করা হলো।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ওই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ অক্টোবর। ভোটগ্রহণ করা হবে আগামী ১২ নভেম্বর।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।