ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সম্পর্ক অটুট থাকুক, চীনকে শুভেচ্ছা জানিয়ে ফখরুলের টুইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, অক্টোবর ৩, ২০২০
সম্পর্ক অটুট থাকুক, চীনকে শুভেচ্ছা জানিয়ে ফখরুলের টুইট মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চীনের ৭১তম জাতীয় দিবসে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।

টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, ৭১তম জাতীয় দিবসে চীনের সরকার ও জনগণকে শুভেচ্ছা। দারিদ্র্য বিমোচন ও সমৃদ্ধ সমাজ নির্মাণে চীন রোল মডেল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ-চীন অকৃত্রিম বন্ধন বুনেছিলেন। দেশটির সঙ্গে বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ককে বিএনপি গুরুত্ব দেয়। দুই দেশের সমৃদ্ধিতে এই সম্পর্ক অটুট থাকুক।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।