ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদের চেয়েও খারাপ নির্বাচন করছে বর্তমান ইসি: সোহেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
এরশাদের চেয়েও খারাপ নির্বাচন করছে বর্তমান ইসি: সোহেল বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগ

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘এ সরকার যেসব নির্বাচন করছে, স্বৈরাচার এরশাদের সময়ও আমরা এ ধরনের নির্বাচন দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে  স্বৈরাচার এরশাদের কায়দায়, আবার কখনো তার চেয়েও খারাপভাবে নির্বাচন চালু করেছে এ নির্বাচন কমিশন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকায় ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, ‘আজ বাংলাদেশে নির্বাচনের নামে তামাশা চলছে। আমরা কত অভিযোগ দিয়েছি কিন্তু তারা (ইসি) চোখেও দেখেন না, কানেও শোনেন না। তারা লেভেল প্লেয়িং ফিল্ডের অর্থও বোঝেন না। যারা তাদের চেয়ারে বসিয়েছেন সেই সরকারি দলকে মাস্তানি ও ভোট ডাকাতি করতে দেওয়াই তাদের কাজ। প্রশাসনও সেই একই রাস্তায় হাঁটছে। ’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনাদের বেতন দেয় জনগণ। জনগণের বেতন নিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। তা না হলে বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। সাংবিধানিক পদে বসে জনগণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য আজ হোক বা কাল হোক আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ’

তিনি বলেন, ‘আমাদের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন যত বাঁধা আসুক, যত বিপত্তি আসুক আমরা নির্বাচনের শেষদিন পর্যন্ত মাঠে থাকবো। আপনাদের কাছে আমার অনুরোধ শরীরের সব রক্ত ঢেলে দেবেন, কিন্তু নির্বাচনের মাঠ ছেড়ে আপনারা কেউ চলে যাবেন না। ’

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি আতিকুল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, ডেমরা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সহ-সম্পাদক হাফেজ মাহবুবসহ যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।