ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিমান শ্রমিক লীগের ১১ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
বিমান শ্রমিক লীগের ১১ দফা দাবি

ঢাকা: বেতন কাটা বন্ধ করা ও গত মার্চ থেকে কেটে রাখা অর্থ কর্মীদের ফেরত দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে বিমান শ্রমিক লীগ (সিবিএ)।

বুধবার (৭ অক্টোবর) বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিতভাবে এ দাবি জানানো হয়।

 

বিমান শ্রমিক লীগের সভাপতি মো. মশিকুর রহমান ও  সাধারণ সম্পাদক মো. মন্তাছার রহমানের সই করা আবেদন পত্রে বলা হয়, করোনাকালীন সরকারের বিভিন্ন অফিস-আদালত বন্ধ বা সীমিত পরিসরে চললেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। বর্তমানে গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিং খাতসহ বিমানের মাসিক আয় প্রায় ২০০ কোটি টাকার বেশি। এর বিপরীতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ব্যয় সাড়ে ১৭ কোটি টাকা (কেটে রাখার পর)। বেতন-ভাতা কেটে না রাখলে এ খাতে ব্যয় হবে ২৪ কোটি টাকা। মাত্র সাড়ে ছয় কোটি টাকা কেটে রাখার ফলে সব স্তরের বিমানকর্মীদের মধ্যে যে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা ও হতাশা তৈরি হয়েছে, তা দীর্ঘ মেয়াদে কোম্পানির অর্থনৈতিক লাভের চেয়ে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় বিমানে আর্থিক সংকট দেখা দেয়। ফলে গত  মার্চ মাস থেকে কর্মীদের ১০ থেকে ৫০ শতাংশ বেতন কম দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।