ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারী ও শিশু অধিকার ফোরামের অবস্থান কর্মসূচি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
নারী ও শিশু অধিকার ফোরামের অবস্থান কর্মসূচি শুরু নারী ও শিশু অধিকার ফোরামের অবস্থান কর্মসূচি। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সিলেটের এমসি কলেজে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানিসহ দেশব্যাপী নারী ও শিশুর ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে ‘নারী ও শিশু অধিকার ফোরামের’ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু হয়।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচিতে ইতোমধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হাজির হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা প্রেসক্লাবে আসতে শুরু করেন।

এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।