ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মাসুম মাহমুদ বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, অক্টোবর ৯, ২০২০
সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মাসুম মাহমুদ বহিষ্কার মাসুম মাহমুদ তালুকদার

ঢাকা: সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন বহিষ্কার করা হয়েছে, জানতে চাইলে বেলাল আহমেদ বাংলানিউজকে বলেন, বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছে, তার বাইরে কিছু বলা যাবে না।

এদিকে, আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে  উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দীকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মাসুম মাহমুদ তালুকদার।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এমএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।