ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফলাফল যাই হোক মেনে নেব: মনিরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, অক্টোবর ১৭, ২০২০
ফলাফল যাই হোক মেনে নেব: মনিরুল রাজধানীর যাত্রাবাড়ীতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন মনিরুল ইসলাম।  ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মনিরুল ইসলাম। তবে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দিতে মাঠে থাকবেন বলে জানান এই প্রার্থী।

 

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এই কথা বলেন মনিরুল ইসলাম।  

নির্বাচনের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে ফলাফল যাই হোক আমি মেনে নিতে প্রস্তুত। কিন্তু নির্বাচন বানচালের যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় তাহলে আমরা মাঠে থেকেই প্রতিহত করব।

ঢাকা-৫ আসনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসএইচএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।