ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

৬ দিনের সরকারি সফরে বুধবার রংপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, অক্টোবর ২০, ২০২০
৬ দিনের সরকারি সফরে বুধবার রংপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি ৬ দিনের সরকারি সফরে বুধবার লালমনিরহাট ও রংপুর যাচ্ছেন। সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) সকালে প্লেনযোগে তিনি সৈয়দপুর পৌঁছাবেন। সড়ক পথে লালমনিরহাটের সার্কিট হাউজে যাবেন।

৬ দিনের সফরে জিএম কাদের জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, লালমনিরহাট পৌরসভাস্থ উত্তর সাপ্টানা মদনের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

২৬ অক্টোবর (সোমবার) একটি প্লেন যোগে তিনি ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘন্টা, অক্টোবর ২০, ২০২০
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।