ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপির দফতর পরিচালনা উপকমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপির দফতর পরিচালনা উপকমিটি

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে দফতর পরিচালনার জন্য দলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে আহ্বায়ক ও ওমর ফারুক সাফিনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট উপ-কমিটি করেছে বিএনপি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে ওই আসনে দল গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- আহসান উদ্দিন খান সিপন, শেখ আব্দুল হালিম খোকন, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, রুহুল আমীন, আব্দুস সোবহান স্বপন ও মো. আবুল হাসান।

আগামী ১২ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণ করা হবে। আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।