ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

রাজনীতি

কৃষক দলের জাতীয় সম্মেলন চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, মার্চ ১২, ২০২১
কৃষক দলের জাতীয় সম্মেলন চলছে

ঢাকা: জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলন রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুরু হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন কৃষক দলের সাবেক সভাপতি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সম্মেলনে সভাপতিত্ব করছেন কৃষক দলের আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  

অনুষ্ঠান পরিচালনা করছেন কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস কে সাদী।

সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিম, জামাল উদ্দীন খান মিলন, সদস্য মাইনুল ইসলাম, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ।  

এর আগে ১৯৯৮ সালের ১৬ মে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের সর্বশেষ সম্মেলন হয়েছিল। দীর্ঘ ২২ বছর পরে বিএনপির এ সহযোগী সংগঠনটির সম্মেলন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।