ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, নারী মুক্তি সংসদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাজেরা সুলতানাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৪ মার্চ) বিকেলে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ১২ মার্চে হাজেরা সুলতানা ডায়াবেটিস, নিউরো ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালের এইচডিইউতে স্থানান্তর করা হয়।
হাজেরা সুলতানার শারীরিক সুস্থতা কামনায় ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
আরকেআর/ওএইচ/