ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ছাত্রলীগের সেক্রেটারি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, মার্চ ১৭, ২০২১
গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ছাত্রলীগের সেক্রেটারি বহিষ্কার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাড়ি চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হৃদয় পাঠান উজ্জ্বলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বুধবার (১৭ মার্চ) রাত ৯টায় উজ্জ্বল পাঠানকে বহিষ্কার করেন। জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হল।

গত মঙ্গলবার গাড়ি চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বল ও জেলা শহরের হাসপাতাল এলাকার মা ফার্মেসির মালিক এএইচ রুবেলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ