ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার রোগমুক্তি কামনায় দোয়া মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, নভেম্বর ১৫, ২০২১
খালেদার রোগমুক্তি কামনায় দোয়া মঙ্গলবার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) সারাদেশে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করবে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেশনেত্রী খালেদা জিয়া।

তার আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, কেন্দ্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশনেত্রীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

রিজভী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সব পর্যায়ের নেতাকর্মীকে রাজধানীসহ দেশব্যাপী মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ ২৬ দিন হাসপাতালে থাকার পর ৭ নভেম্বর তাকে বাসায় নেওয়া হয়। এক সপ্তাহের মাথায় অসুস্থ হয়ে পড়লে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সুবিধা সম্পন্ন কেবিনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।