ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দ্রুততম সময়ে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠিতে আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
চিঠিতে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ‘মানবতার মা’ হিসেবে আখ্যায়িত হয়েছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত। সবদিক থেকে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে আর্থারাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচণ্ড দুর্বল। এরই মধ্যে করোনায় আক্রান্ত হন তিনি। পুনরায় হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ নয়। এবিষয়ে দেশবাসী উদ্বিগ্ন ও উৎকন্ঠিত।
এ অবস্থায় খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছামত ও প্রয়োজনমত চিকিৎসা নেওয়া। তার সবচেয়ে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া। তার শারীরিক অবস্থা, বয়স, রাজনীতিক ও সামাজিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের জন্য মহৎ সিদ্ধান্ত।
আশা করছি আপনি মানবিক প্রধানমন্ত্রী হিসেবে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমএইচ/আরআইএস