ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে বিদেশে চি‌কিৎসার অনুমতি দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
খালেদাকে বিদেশে চি‌কিৎসার অনুমতি দিন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়াকে বি‌দে‌শে চি‌কিৎসার অনুম‌তি‌ দিতে সরকা‌রের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান মোস্তা‌ফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাস‌চিব লায়ন ফারুক রহমান।

বৃহস্প‌তিবার (১৮ নভেম্বর) এক বিবৃ‌তি‌তে তারা এ দাবি জানান।

নেতারা ব‌লেন, দেশের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার অবস্থা এখন সংকটাপন্ন। এই অবস্থায় সরকারের কাছে অনুরোধ, সব ধরনের প্রতিহিংসা, সংকীর্ণতা, দল ও ব্যক্তি স্বার্থ পরিহার করে দেশনেত্রী খা‌লেদা জিয়াকে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিন।

তারা ব‌লেন, আমরা আশঙ্কা কর‌ছি খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, যা কা‌রো জন্য ভালো বার্তা বহন করবে না। আশা ক‌রি সরকার সত্যিকারের দায়ত্বশীলতার পরিচয় দিয়ে সাবেক তিনবা‌রের প্রধানমন্ত্রীর বিদেশে চি‌কিৎসা নেওয়ার ব্যবস্থা করবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।