ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মহিলা দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, নভেম্বর ২১, ২০২১
মহিলা দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ১০ বিভাগের আওতাধীন সব মহানগর ও জেলা শাখার মেয়াদোত্তীর্ণ (তিন বছরের অধিককাল) কমিটি সমূহ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি গঠনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।

রোববার (২১ নভেম্বর) দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি অনুমোদন
একই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জান্নাতুল নাঈম চৌধুরী রিকুকে সভাপতি এবং সেলিনা আক্তারকে সাধারণ সম্পাদক করে মহিলা দল-চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।