ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহালছড়ি উপজেলা আ.লীগের ২ নেতাকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
মহালছড়ি উপজেলা আ.লীগের ২ নেতাকে অব্যাহতি

খাগড়াছড়ি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সাধারণ পদ থেকে বহিষ্কারের জন্য দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

রোববার (২১ নভেম্বর) মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

পৃথক দু’টি চিঠিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মহালছড়ি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে রতন কুমার শীলও মাইসছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. গিয়াস উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি সাজাই মারমা ও যুগ্ন সাধারণ সম্পাদক লাব্রেচাই মারমা দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নিবাচন প্রচারণা চালাচ্ছেন।

তাই দলটির গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মতে প্রস্তাবিক কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই ধারা মতে, তাদের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।