ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তেল-সারের অস্বাভাবিক দাম প্রত্যাহারের দাবি বাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
তেল-সারের অস্বাভাবিক দাম প্রত্যাহারের দাবি বাসদের

ঢাকা: জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক দাম প্রত্যাহারের দাবি এবং ভোলায় গুলি করে দুই জন আন্দোলনকারীকে হত্যার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

শনিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে তখন তেলের অস্বাভাবিক মূল্য কৃষি, শিল্প, পরিবহনসহ সব ক্ষেত্রে ব্যয় বাড়িয়ে দেবে আর সাধারণ নাগরিকের জীবনকে দুর্বিষহ করে তুলবে। দুর্নীতি ও লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দুর্বৃত্ত তোষণের রাজনীতি চলছে।

একই সঙ্গে তিনি ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও দুইজনের হত্যার নিন্দা করে দমন পীড়নের পথ পরিহার করার আহবান জানান।

বিরোধী দল মতের প্রতি দমন পীড়ন আর জনগণের ওপর নিপীড়ন চালিয়ে অতীতে কোনো শাসক রেহাই পায়নি উল্লেখ করে বজলুর রশীদ ফিরোজ বলেন, দমন পীড়ন ও লুণ্ঠনের পথ পরিহার করুন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।