ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জ্বালানির দাম কমাতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
জ্বালানির দাম কমাতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী : জ্বালানি তেলে দাম কমাতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

এ সময়ের মধ্যে দাম না কমালে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

শনিবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহীতে আয়োজিত এক গণ সংলাপে তিনি এ আল্টিমেটাম দেন।

গণ সংলাপে জ্বালানি তেলের সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত ও খাদ্য নিরাপত্তায় ঘাটতি দেখা দিলে ক্ষমতার মসনদ উড়ে যাবে বলে মন্তব্য করেন সাকি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের ফানুস এখন ফুটো হয়ে যাচ্ছে। তাই পরিস্থিতি সামাল দিলে আইএমএফের ঋণের ফাঁদে পা দিয়েছে সরকার। তবে সরকারের গলায় গামছা লাগিয়ে ক্ষমতা থেকে নামাতে শিগগিরই বিএনপিসহ সরকার বিরোধীদলগুলো মিলে ঐক্যবদ্ধ কর্মসূচি আসছে বলেও জানান তিনি।

রাজনৈতিক সংকট উত্তরণে প্রস্তাবিত রূপরেখার ভিত্তিতে এ গণ সংলাপের আয়োজন করে গণ সংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখা। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত এই সংলাপে আরও বক্তব্য দেন দলটির স্থানীয় সমন্বয়ক অ্যাডভোকেট মুরাদ মোরশেদ।

বাংলাদেশ সময় : ২১২৮ ঘণ্টা, ৬ আগস্ট, ২০২২
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।