ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রিগেডিয়ার জামিলের কবরে আ. লীগের শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
ব্রিগেডিয়ার জামিলের কবরে আ. লীগের শ্রদ্ধা

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে জাতির পিতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়েছিলেন বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল (পরে ব্রিগেডিয়ার)।  

১৫ আগস্ট সোমবার সকালে বনানী সামরিক কবরস্থানে সেই শহীদ ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদের কবরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা আলাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা।

 

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ শহীদ ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।