ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বান্দরবান ছাত্রলীগের পরিবেশ সম্পাদককে সংগঠন থেকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
বান্দরবান ছাত্রলীগের পরিবেশ সম্পাদককে সংগঠন থেকে অব্যাহতি

বান্দরবান: সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বান্দরবান জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউল হককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ ও সেক্রেটারি জনি সুশীলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগে থাকাকালে অন্য কোনো সংগঠনে সম্পৃক্ত থাকা যাবে না, জিয়াউল হক এ নীতি ভঙ্গ করে অন্য সংগঠনে জড়িত হয়েছেন। এছাড়া সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কাজে জড়িত হয়ে ছাত্রলীগের নিয়মনীতি ভঙ্গ করেছেন, এমনকি ছাত্রলীগের রাজনীতিতে তার তেমন কোনো আগ্রহও নেই। সব কিছু বিবেচনা করে ছাত্রলীগের সব সদস্যদের সিদ্ধান্তে বান্দরবান জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউল হককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।