ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

কৃষকদলের গাজীপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, নভেম্বর ১৪, ২০২২
কৃষকদলের গাজীপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গাজীপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, কৃষকদল-কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এস. এম. আবুল কালাম আজাদকে আহ্বায়ক, মাহবুবুর রহমান এবং মো. জাহাঙ্গীর কবিরকে যুগ্ম আহ্বায়ক এবং ফকির ইসকান্দার আলম জানুকে সদস্য সচিব করে গাজীপুর জেলা শাখার ০৪ (চার) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সোমবার এ কমিটি অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এমএইচ/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।