ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সংলাপ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সংলাপ চলছে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সংলাপ চলছে

ঢাকা: রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৪০মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংলাপ শুরু হয়েছে।

সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত আছেন।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে উপস্থিত আছেন- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

সংলাপ শেষে গণমাধ্যমে ব্রিফিং করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।