ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বসুন্ধরা রিফাইনারি প্ল্যান্টে আগুন, দ্রুত  ব্যবস্থায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, এপ্রিল ২৮, ২০২৫
বসুন্ধরা রিফাইনারি প্ল্যান্টে আগুন, দ্রুত 
ব্যবস্থায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ঢাকা: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্র বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) রিফাইনারি প্ল্যান্টে আকস্মিকভাবে আগুন লেগেছে।  

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এ প্ল্যান্টে আগুন লাগে।

তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রিফাইনারি সূত্র জানায়, ঘটনার পর পরই প্ল্যান্টের নিজস্ব অগ্নিনির্বাপণ দল সক্রিয় হয়ে ওঠে। তাদের সঙ্গে সমন্বিতভাবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতর, হাসনাবাদ ও পোস্তগোলা ইউনিটের ফায়ারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের নিরলস প্রচেষ্টায় প্ল্যান্টের মূল অবকাঠামো এবং মূল্যবান উৎপাদন সরঞ্জামগুলো সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।

বিওজিসিএল রিফাইনারি প্ল্যান্ট স্বাভাবিক প্রক্রিয়ায় ক্রুড অয়েল পরিশোধন করে জ্বালানি তেল ও বিটুমিন উৎপাদন করে থাকে। এ উৎপাদিত জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তায় সরাসরি ভূমিকা রাখছে। পাশাপাশি, উৎপাদিত বিটুমিন দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে অপরিসীম অবদান রাখছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এ অগ্নিকাণ্ডের ফলে কোনো ধরনের প্রাণহানি বা উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেনি। প্ল্যান্টের সব কর্মী নিরাপদে রয়েছেন এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, বিদ্যুৎ বিভ্রাটের ফলেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশের জ্বালানি খাতে বিওজিসিএলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।