ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিদ্যুৎ ও জ্বালানি

চীনে আন্তর্জাতিক ইভেন্টে চতুর্থ প্রজন্মের পরমাণু প্রযুক্তি প্রদর্শন করল রাশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, জুলাই ২৮, ২০২৫
চীনে আন্তর্জাতিক ইভেন্টে চতুর্থ প্রজন্মের পরমাণু প্রযুক্তি প্রদর্শন করল রাশিয়া ছবিটি রোসাটম থেকে পাঠানো।

সম্প্রতি চীনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড নিউক্লিয়ার ইউনিভার্সিটির’ ‘সামার ইনস্টিটিউট’ ইভেন্টে রুশ পরমাণু শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের ছয়জন এমপ্লয়ি অংশ নিয়েছেন।  সামার ইনস্টিটিউট মূলত একটি শিক্ষামূলক প্রোগ্রাম, এর লক্ষ্য হলো বিভিন্ন দেশের নিউক্লিয়ার শিল্পে কর্মরতদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করা।


 
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের প্রোগ্রামে রুশ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম তাদের সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের পরমাণু রিয়্যাক্টর প্রযুক্তি উপস্থাপন করে। একটি ক্লোজড নিউক্লিয়ার সাইকেল অর্জনে এই প্রযুক্তিটি যুগান্তকারী হিসেবে বিবেচিত। এ জাতীয় নিউক্লিয়ার সাইকেলে বিভিন্ন ধাপে পরমাণু জ্বালানির রূপান্তরে ব্যবহৃত প্রযুক্তিগুলোর ধারাবাহিকতা ব্যাখ্যা করা হয়।
 
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সংজ্ঞা অনুযায়ী, চতুর্থ প্রজন্মের পরমাণু শক্তি ব্যবস্থায় যেসব প্রযুক্তি ব্যবহৃত হয় তাদের সম্মিলিত লক্ষ্য হলো পরমাণু জ্বালানির দক্ষতা বৃদ্ধি, অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণ, এনার্জি দক্ষতা অর্জন এবং স্পেন্ট ফুয়েলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করা ইত্যাদি।

পরমাণু শিল্পের এমপ্লয়িদের মধ্যে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতি বছর ওয়ার্ল্ড নিউক্লিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে সামার ইনস্টিটিউট আয়োজিত হয়ে থাকে। এটি একটি ২৭০ ঘণ্টাব্যাপী নিবিড় আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম। রোটেশন পদ্ধতিতে বিভিন্ন দেশ এটির আয়োজন করে থাকে। এই কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকে- লেকচার, ব্যবহারিক ক্লাস, বিভিন্ন পরমাণু শিল্প স্থাপনা পরিদর্শন এবং দলভিত্তিক প্রকল্প। প্রতি বছর এই প্রোগ্রামে ৭০ জন অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন।  

এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।