ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালিতে ভুয়া ‘রেসিডেন্স পারমিট’ বানানোর অভিযোগে বাংলাদেশিসহ আটক ৭

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ইতালিতে ভুয়া ‘রেসিডেন্স পারমিট’ বানানোর অভিযোগে বাংলাদেশিসহ আটক ৭

ইতালিতে ভুয়া রেসিডেন্স পারমিট বানানোর অভিযোগে এক বাংলাদেশিসহ সাতজনকে আটক করেছে দেশটির পুলিশ।

চক্রটি নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে দাবি স্থানীয় ফিন্যান্স পুলিশের।

 

সম্প্রতি দেশটির ইউভেন্টাস ক্লাব খ্যাত তোরিনো শহরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।  

এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, তিনজন মিশরের ও একজন রোমানিয়ান। আর বাকি দুইজন ইতালীয়। নিরাপত্তা ইস্যুতে আটক কারো নাম ও পরিচয় প্রকাশ করেনি প্রশাসন।  

তবে আটক বাংলাদেশি সেখানের একটি ‘সহায়তা কেন্দ্র বা কাফ সার্ভিস’র মালিক বলে জানা গেছে।  

ইতালিতে কাফ সার্ভিস মূলত বাংলাদেশ, মিশর, পাকিস্তান, সেনেগাল ও নেপালসহ অন্যান্য বিদেশি নাগরিকদের মধ্যে বেশ পরিচিত। এসব দেশের নাগরিকেরা এই কাফ সার্ভিস থেকে ভুয়া সনদপত্র বানিয়ে ইতালির সরকারের কাছে বিভিন্ন ধরনের সুবিধার জন্য আবেদন করতেন।  

এভাবে অনৈতিক কাজ করে চক্রটি প্রায় সাড়ে ৩ লাখ ইউরো নিজ নিজ দেশে পাচার করেছে বলে জানিয়েছে স্থানীয় ফিন্যান্স পুলিশ।

জানা গেছে, চক্রটি বেশকয়েকবছর যাবত ইতালিতে বসবাসের অনুমতিপত্র বা ভুয়া রেসিডেন্স পারমিট কার্ড বানিয়ে প্রতারণা করে আসছিল। রেসিডেন্স পারমিট নবায়ন করতে ভুয়া কাজের কন্ট্রাক বানানো, ভুয়া সার্টিফিকেট বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করত তারা।  অন্যান্য অনেক ধরনের অনৈতিক কাজও করে আসছিল চক্রটি।  
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।