ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপকে স্বাধীন করার ঘোষণা জার্মানির ভবিষ্যৎ  চ্যান্সেলরের 

সাগর আনোয়ার, জার্মানি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে ইউরোপকে স্বাধীন করার ঘোষণা জার্মানির ভবিষ্যৎ  চ্যান্সেলরের 

চূড়ান্ত ফলাফল প্রকাশে জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউরোপকে স্বাধীন করার ঘোষণা দিয়েছেন জার্মানির ভবিষ্যৎ চ্যান্সেলর ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও জার্মানির রাজ্য বাভারিয়ার সিস্টার পার্টি ক্রিশ্চিয়ান সোশ্যাল পার্টি (সিএসইউ) মনোনীত চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিখ মার্স।  

প্রায় ৮৪ শতাংশ ভোটারের ব্যাপক অংশগ্রহণের নির্বাচনে মধ্য ডানপন্থী সিডিইউ ও তাদের বাভারিয়া রাজ্যের সিএসইউ ২৮.৫২ শতাংশ ভোট পেয়ে জার্মান পার্লামেন্টে সর্বোচ্চ সংখ্যক ২০৮টি আসন নিশ্চিত করেছে।

 

রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, জার্মানির আলোচিত এ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক ইউরোপিয় ইউনিয়ন জোটবিরোধী চরম ডানপন্থি দল এএফডিকে (অলটাননেটিভ ফর জার্মানি) সরাসরি সমর্থন ও সহযোগিতা করার প্রতিক্রিয়ায় এ বক্তব্য দিয়েছেন ভবিষ্যৎ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স।  
এবারের নির্বাচনে জার্মানির অভিবাসীবিরোধী চরম ডানপন্থী এএফডি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে। আলাইস ভিডেলের নেতৃত্বাধীস এএফডি ২০.৮ শতাংশ ভোট পেয়ে ১৫৩টি আসন সংসদ বুন্ডেসটাগে নিশ্চিত করেছে। তবে জার্মানির মূলধারার সব রাজনৈতিক দল এএফডির সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নেওয়ায় জোটবব্ধভাবে দলটির পক্ষে ক্ষমতার অংশীদার হওয়া সম্ভব নয়।  
 
এদিকে রাশিয়াকে সমর্থন করা ও না করা নিয়ে দ্বন্দ্বে ভাঙনের পর রাশিয়াবিরোধী ডি লিংকে ( বামদল) নির্বাচনে জরিপের চেয়েও অনেক বেশি ভোট পেয়েছে। ৮.৭৭ শতাংশ ভোট পেয়ে দলটি সংসদে ৬৪টি আসন নিশ্চিত করেছে। ডি লিংকে থেকে বেরিয়া যাওয়া রাশিয়াপন্থী নেত্রী সারা ভাগেনেক্টের নেতৃত্বাধীন বিএসভি ৪.৯৭% শতাংশ ভোট পেয়েছে। জার্মানিতে ৫% ভোট না পেলে দলীয়ভাবে সংসদে আসন নিশ্চিত হয় না।  

এবারের নির্বাচনে ভূমিধস ভোট পেয়েছে ক্ষমতাসীন জোটের প্রধান দল মধ্যপন্থী সমাজতান্ত্রিক দল এসপিডি। দলটি ১৬.৪১ শতাংশ ভোট পেয়ে পার্লামেন্টে ১২০টি আসন নিশ্চিত করেছে। বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের নেতৃত্বাধীন দলটি ২০২১ সালের নির্বাচনের ২৫.৭ % আর ২০১৭ সালে পেয়েছিল ২০.৫ % ভোট।
তবে সরকার গঠনের জন্য সিডিইউ ( ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন) ও ক্রিশ্চিয়ান সোশাল ইউনিয়ন ( সিএসইউ) এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মধ্য সমাজতন্ত্রী এসপিডির সঙ্গেই জোট সরকার গঠন করছে বলে রাজনৈতিক ভাষ্যকাররা মনে করছেন। সামনের ইস্টারের মধ্যেই নতুন সরকার গঠন করা হবে বলে গণমাধ্যমকে সিডিইউ জোট নেতারা জানিয়েছেন।  

সিডিইউ নেতা ফ্রেডরিখ মার্স বলেছেন, এখন আপনারা আনন্দ করুন। আমরা দ্রুততম সময়ের মধ্যেই সরকার গঠনের কাজ শুরু করবো।  

তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনি ইউরোপকে স্বাধীন করবেন। ইউক্রেন যুদ্ধে সরাসরি রাশিয়ার পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপকে নিরাপত্তা ঝুঁকির মধ্যেও ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রেডরিখ মার্স।  

প্রকাশিত ফলাফলে জার্মানির ক্ষমতাসীন জোটের শরিক পরিবেশবাদী গ্রিন পার্টি আশানুরূপ ভোট না পাওয়ার আশঙ্কাই সত্যি হয়েছে। রবার্ট হাবেকের নেতৃত্বাধীন দলটি মাত্র ১১.৬১ শতাংশ ভোট পেয়েছে। এ দলটি ২০২১ সালে পেয়েছিল ১৪.৮ % ভোট আর ২০১৭ সালে পেয়েছিল ৮.৯%। নির্বাচনে এমন ফলে হতাশ রবার্ট হাবেক দলীয় নেতৃত্বও ছাড়ার ঘোষণা দিয়েছেন।  
ক্ষমতাসীন তিনদলীয় জোটের আরেক শরীক এফডিপি (ফ্রি ডেমোক্রেটিক পার্টি) এবারের নির্বাচনে মাত্র ৪.৩৩  শতাংশ ভোট পাওয়ায় সংসদে তারা কোনো আসন পাচ্ছে না। এদিকে নির্বাচনে এমন ফলাফলের দায় নিয়ে রাজনীতি থেকেই বিদায় নিয়েছেন দলটির প্রধান ক্রিশ্চিয়ান লিন্ডার।  

অভিবাসন নীতি পর্যালোচনার ঘোষণা, ভঙ্গুর অর্থনীতি, ইউক্রেন যুদ্ধ ও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জার্মান নির্বাচনে হস্তক্ষেপে এ নির্বাচন ইউরোপ ও সারাবিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।  

রোববার (২৩ ফ্রেব্রুয়ারি ) জার্মানির ২১তম সংসদীয় নির্বাচন হয়। ৬৩০টি সংসদীয় আসনের জার্মান পার্লামেন্টে ২৯৯টি আসনে সরাসরি ভোট ও বাকি আসনগুলো আনুপাতিক হারে পাওয়া ভোটের ভিত্তিতে দলগুলোর মধ্যে বন্টন করা হয়। তবে ৫ শতাংশের কম ভোট পেলে কোনো দল সংসদে আনুপাতিক হারে বণ্টিত আসন পায় না।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।