ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু 

মুমিন আনসারি, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু 

ফ্রান্সে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের মূলধারার সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (এফবিজেএ) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার বিকেলে প্যারিসের উপকণ্ঠ পন্তাঁর একটি রেস্টুরেন্টের হলরুমে ঈদ পুণর্মিলনী ও নির্বাচনের আয়োজন করা হয়।

সংগঠনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্যারিস প্রতিনিধি মাহবুব হোসাইন। আর মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরাসি গণমাধ্যম ফ্রেঞ্চ ২৪- এর সংবাদকর্মী মুহাম্মদ আরিফ উল্লাহ।

দুই বছর মেয়াদি এই কমিটিতে সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন কালের কণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান এবং সহ-মুখপাত্র হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল।

৫ এপ্রিল প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, এফবিজেএ ফরাসি মূলধারা এবং বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকদের মধ্যে সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এছাড়া সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।

তারা আরও জানান, সংগঠনটি দুই দেশের সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, বাঙালি কমিউনিটিতে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে ১৫ জন সংবাদকর্মীর এই সংঠনটি। জানুয়ারি থেকে কয়েক দফা বৈঠকের পর অবশেষে প্রাতিষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। একইদিনে সংগঠনের সংবিধান সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।