ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

অস্ট্রেলিয়া যুবলীগের ৭ই মার্চের আলোচনা সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
অস্ট্রেলিয়া যুবলীগের ৭ই মার্চের আলোচনা সভা  ৭ই মার্চের আলোচনা সভা 

ঢাকা: অস্ট্রেলিয়া যুবলীগের উদ্যেগে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ মার্চ) অস্ট্রিয়ার সিডনির উপকন্ঠে ওয়ালি পার্ক গ্রামীন হলে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তাক মেরাজ।

 

অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন।

বক্তারা আলোচনা সভায় ৭ই মার্চের তাৎপর্য্য তুলে ধরেন বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া একটি বিরল সম্মান। এ ভাষণ আর বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সারা পৃথিবীর মানুষের অনুপ্রেরণাদানকারী একটি দলিলে পরিণত হয়েছে।  

তারা বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ জাতির জনককে তাদের মনে সর্বোচ্চ স্থান দেন এবং কেউই বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য বরদাস্ত করেন না।  

প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল হাসনাৎ বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আবেদন চিরদিনের এবং তা কখনও শেষ হবার নয়। কারণ এরমধ্য দিয়েই মুক্তিকামী বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে ছিলো। বঙ্গবন্ধুর অনেক কথাই আজও আমাদের দৈনন্দিন জীবনে প্রাসঙ্গিক। প্রবাসে বসবাস করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে পারি।  

সংগঠনের সভাপতি মোস্তাক মেরাজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালি জাতিকে নয়, বিশ্বে চিরকাল মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে।  

এসময় আরও বক্তব্য রাখেন- জনপ্রিয় সংগীত শিল্পী রাহুল, কলামিস্ট-সাহিত্যিক আরিফুর রহমান, সামাজিক আন্দোলনের পরিচিত মুখ ফাহাদ আসমার, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মহীউদ্দীন কাদের, যুগ্ন-সাধারণ সম্পাদক অপু সারোয়ার, অস্ট্রেলিয়া ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সহ-সভাপতি আলাউদ্দীন অলোক, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতা হাসান শিমুল ফারুক রবিন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ প্রচার সম্পাদক জুয়েল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়া যুবলীগ নেতা রকি তালুকদার, সাংগঠনিক সম্পাদক এলিজা টুম্পা, দফতর সম্পাদক মো. সেলিম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির প্রধানিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক উবায়দুল হক, সহ-সভাপতি এমদাদ হক প্রমুখ।

গত ৩০ অক্টোবর ইউনেস্কো, ১৯৭১ সালের ৭ মার্চ রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।