ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনিতে ঢাবি জগন্নাথ হলের সাবেকদের পুনর্মিলনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
সিডনিতে ঢাবি জগন্নাথ হলের সাবেকদের পুনর্মিলনী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী।

রোববার সিডনির ওয়েন্টওয়ার্থভিলেররেডগাম ফাংশন সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে হলো এ পুনর্মিলনী অনুষ্ঠান। মৃণাল দে’র সভাপতিত্বে এবং তুষার রায় ও কবিতা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে মনোমুগ্ধকর।

 

বরাবরের মতো সংগঠনটি তাদের স্বকীয়তা বজায় রেখে এবারও নতুনত্ব দেখিয়েছে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চমকে ঠাসা।

ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল স্মৃতিচারণা, বিশেষ করে জগন্নাথ হলে থাকাকালীন স্মৃতি, ছিল নস্টালজিক সব গান ও নৃত্যের সমাহার।  
 
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সব সদস্য বাঙালি জাতির মূল ধারার চেতনা, বিশ্বাস ও কালচারকে প্রশান্ত পাড়ের এই দেশটিতে উপস্থাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। একতা, সাম্য ও অনুভূতি শেয়ার করাই ছিল এবারের পুনর্মিলনীর মূল উদ্দেশ্য।  

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।