ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ওমানপ্রবাসী মাইমুনার পাশে চট্টগ্রাম সমিতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ওমানপ্রবাসী মাইমুনার পাশে চট্টগ্রাম সমিতি মাইমুনার চিকিৎসার জন্য ৮৫০ ওমানি রিয়াল সহায়তা দিয়েছে চট্টগ্রাম সমিতি ওমান

জটিল রোগে আক্রান্ত ওমানপ্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী মাইমুনা হোসেনের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সমিতি ওমান। বাংলাদেশ স্কুল মাসকাটের নবম শ্রেণির ছাত্রী মাইমুনার চিকিৎসা সহায়তায় ৮৫০ ওমানী রিয়াল (বাংলাদেশি প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা) তার পরিবারকে দিয়েছে সমিতি।

সম্প্রতি মাসকাটের কোলা হাসপাতালে মাইমুনার পিতা ওমানপ্রবাসী পরিবহন কর্মী মোহাম্মদ খোরশেদ হোসেনের কাছে নগদ টাকা তুলে দেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা কবি বাদল আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি এস এম জসিম উদ্দিন, নুরুল ইসলাম নুরু ও প্রকৌশলী আশরাফুর রহমান, অর্থ সম্পাদক নাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য মহিউদ্দিন বাবু, তৌহিদ উল আলম, মোহম্মদ সেকান্দর, মো. রহিম উল্লাহ, মো. মান্নান, নিজাম উদ্দিন, মো. আব্বাস।

সমিতির নেতারা মাইমুনার খোঁজ খবর নেন এবং সম্ভাব্য সবধরনের সহায়তার আশ্বাস দেন। মাইমুনার সবশেষ শারিরীক অবস্থা নিয়েও তারা কথা বলেন সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে।

ওমানপ্রবাসী মাইমুনার পাশে চট্টগ্রাম সমিতি

মস্তিষ্ক-ঝিল্লীর প্রদাহ রোগে আক্রান্ত হয়ে গত বছরের ডিসেম্বর থেকে হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন চট্টগ্রামের মেয়ে মাইমুনা। আইসিইউয়ে দীর্ঘ ৩ মাসে খরচ আসে ৭ হাজার রিয়াল (বাংলাদেশি প্রায় ১৬ লাখ)।

এ টাকা দিতে অক্ষম তার পিতা সহযোগিতা কামনা করেন বাংলাদেশ দূতাবাসের। দূতাবাসের অনুরোধে এগিয়ে আসে চট্টগ্রাম সমিতি ওমান। সমিতি ছাড়াও শ্রীলংকাসহ বিভিন্ন কমিউনিটি আর্থিক সহায়তা দিয়েছে মাইমুনার চিকিৎসায়।

চট্টগ্রামের আমিন জুট মিল এলাকার বাসিন্দা মোহাম্মদ খোরশেদ হোসেন পরিবার নিয়ে গত ১৫ বছর ওমান রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।