ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদে ওষুধ-খাদ্যপণ্য মেলায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
রিয়াদে ওষুধ-খাদ্যপণ্য মেলায় বাংলাদেশ মেলা পরিদর্শনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াদের তিন দিনব্যাপী ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদি ও খাদ্যপণ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। সৌদির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) এ মেলার আয়োজন করেছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর থেকে রিয়াদে এ মেলা শুরু হয়েছে।

রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন এসএফডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হিসাম আল-জাদে। মেলায় ২০টি দেশের ৮০টি প্রতিষ্ঠান ও স্থানীয় ১২০টি প্রতিষ্ঠানসহ ২শ’র বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলা পরিদর্শনকালে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে বাংলাদেশের ওষুধ ও খাদ্যপণ্যের চাহিদা রয়েছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবের বাজারে বাংলাদেশের ওষুধ ও খাদ্যপণ্যের পরিচিতি বৃদ্ধি পাবে। আগামীতে দেশের ওষুধ ও খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাকের ও বিপুল চাহিদা রয়েছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এটি চলবে ২ অক্টোবর পর্যন্ত। দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার মো. আবুল হাসান ও প্রথম সচিব (প্রেস) ফখরুল ইসলাম মেলা পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।