ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

লেবানন প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি পরামর্শ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
লেবানন প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি পরামর্শ

ঢাকা: লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরির পদত্যাগের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৩০ অক্টোবর) লেবাননের বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এই পরামর্শ দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, প্রবাসীদের খুব জরুরি প্রয়োজন ছাড়া নিজ এলাকার বাইরে না যাওয়া ভালো।

এছাড়া সব প্রকার সভা-সমাবেশ এবং প্রতিবাদের স্থান এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইনে (৭০৬৩ ৫২৭৮) যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি টানা কয়েকদিন বিক্ষোভের পর ২৯ অক্টোবর লেবাননের প্রধান মন্ত্রী সা’দ হারিরি পদত্যাগের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।