মাগুরা: জেনে বুঝে ফ্যাসিবাদী আওয়ামী লীগে ক্রিকেটার সাকিব আল হাসানের যোগদানের নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ক্রিকেট খেলাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন।
ইলিয়াস আলীর কথা মনে করিয়ে তিনি বলেন, তিনি ২০১২ সালে গুম হয়েছেন। ২০১৮ সালের নির্বাচন কীভাবে হয়েছিল সাকিব আল হাসান ভালোভাবে জানতেন।
সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া তো ভুল নয়।
এ প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, বাংলাদেশের যে কোনো মানুষের রাজনৈতিক দলে যোগদান করা ভুল না। বরং আনন্দের বিষয়। তবে ভুল তথ্য নিয়ে কোনো রাজনৈতিক দলে যোগদান করলেন, জেনে বুঝে কি জঙ্গি পার্টিতে যোগদান করবেন? মাগুরায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত একটি নির্বাচনও কি ঠিকভাবে হয়েছে? সব ছিল সাজানো নির্বাচন। ২০২৪ এর জুলাই-আগস্টের আন্দোলন সারা দেশের মতো মাগুরায়ও হয়েছে। আন্দোলনে নির্মমভাবে তিন-চারটা ছেলে মারা গেছে। সাকিব তো তখন মাগুরার সংসদ সদস্য। তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনও বলেছেন, আমি সরি, আমার নির্বাচনী এলাকার মধ্যে নিহত হয়েছে, আমি এর নিন্দা জানাই?
প্রেস সচিব আরও বলেন, ২০২৪ সালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচন কাভার করতে এসেছিলাম। নির্বাচনী এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একটা সাজানো নির্বাচন ছিল। আগে থেকে বোঝা যাচ্ছিল কে জিতবে কে হারবে। অনেক রাজনৈতিক প্রার্থী এক-দুই মাস ধরে নির্বাচনী প্রচারণা করেন। সেখানে সাকিব আগে থেকে জানতেন, তার হয়ে কেউ তাকে নির্বাচনে বিজয়ী করে দেবে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলেন শাফিকুল আলম।
এসময় উপস্থিত ছিলেন-মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহে কাফীসহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসআই