ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে স্বামী থানায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, এপ্রিল ২০, ২০২৫
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে স্বামী থানায় বাছির উদ্দিন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা দেন।

 

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।

স্বামী বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের প্রয়াত আব্দুল মতিনের ছেলে।  

স্ত্রী মৌসুমী আক্তার (২৯) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিনের মেয়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বাছির উদ্দিন একটি মেডিসিন কোম্পানির মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এরিয়ার প্রতিনিধি হিসেবে চাকরি করেন। সেই সুবাদ আড়াই বছর ধরে উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।  

শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে নিয়ে যান বাছির উদ্দিন। সেই পুঁটি মাছ বাসায় নিয়ে যেতেই স্ত্রী মৌসুমী কাটতে পারবেন না বলে মাছ ছুড়ে মারেন স্বামীর গায়ে। এতে ক্ষিপ্ত হয়ে বাছির উদ্দিন তার স্ত্রী মৌসুমীর গলা চেপে ধরেন। একপর্যায়ে শ্বাসরোধ বন্ধ হয়ে মারা যান মৌসুমী। পরে তিনি নিজেই মুরাদনগর থানায় গিয়ে স্ত্রীকে হত্যার বিষয়টি জানান।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, যখন বাছির উদ্দিন থানায় এসে আমাকে জানায়, সে তার স্ত্রীকে হত্যা করেছে, তখন প্রথমে আমার বিশ্বাস হয়নি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ঘটনা সত্য।  

পুলিশকে বাছির বলেন, নয় বছর আগে মৌসুমীর সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৪ বছর বয়সি জমজ দুই ছেলে-মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, সংসার জীবনে মৌসুমী আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে যন্ত্রণা দিত। তবে তাকে হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। বাজার থেকে আনা পুঁটি মাছ আমার ওপর ছুড়ে মারলে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তার গলাটিপে হত্যা ধরি। এতে সে মারা যায়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাছির উদ্দিন থানা হেফাজতে আছেন, এ ঘটনায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।