ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বাবা-মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখল ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, অক্টোবর ৯, ২০২৫
বাবা-মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখল ছেলে গ্রেপ্তার রিয়াদ হাসান রাজু

ময়মনসিংহের ত্রিশালে ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার লোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে রিয়াদ হাসান রাজু (৩০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন— পিতা মোহাম্মদ আলী (৭০) এবং মা রানোয়ারা বেগম (৬০)।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনের বেলায় মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে ঘরে লাশ লুকিয়ে রাখে ছেলে রিয়াদ হাসান রাজু। এরপর সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়ির বাইরে থেকে ঘরে ফিরলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘরের মেঝে খুঁড়ে বাবা-মায়ের লাশ পুঁতে রাখে রাজু।

ঘটনাটি ভিন্নখাতে নিতে রাজু বোনদের জানায়, বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে সকালে বোন জরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এলে ভাই রাজুর আচরণে সন্দেহ হয়। একপর্যায়ে ঘরের মেঝে খোঁড়া ও রক্তের দাগ দেখে তিনি প্রতিবেশীদের জানান। এরপর প্রতিবেশীরা রাজুকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান, “তার মনে শান্তি ছিল না। কয়েক বছর আগে বিয়ে করেছেন, স্ত্রী ও এক মেয়ে সন্তান রয়েছে। আগে একটি কোম্পানিতে চাকরি করতেন, বর্তমানে বেকার। কিছুদিন ধরে ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চেয়ে ব্যর্থ হন। তাই রাগ-ক্ষোভে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।