ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিমানের মনিটর ভাঙলেন যাত্রী, মূল্য ১১ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৯, অক্টোবর ৯, ২০২৫
বিমানের মনিটর ভাঙলেন যাত্রী, মূল্য ১১ লাখ টাকা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

সিলেট-লন্ডন রুটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিমানে থাকা এক যাত্রী হঠাৎ ক্ষিপ্ত হয়ে ঘুষি মেরে ভেঙে দিয়েছেন বিমানের একটি ইন-ফ্লাইট মনিটর।

ভাঙা মনিটরটির মূল্য প্রায় ১১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে।  

অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে। আটক শওকত আলী মৌলভীবাজার জেলার বাসিন্দা।  

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানের অভ্যন্তরে ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা। তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।  

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি ক্ষতিপূরণ দিতে হবে, নয়তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

নাম প্রকাশ না করার শর্তে ওসমানী বিমানবন্দরে কর্তব্যরত বাংলাদেশ বিমানের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ওই যাত্রী এখনও ম্যাজিস্ট্রেটের জিম্মায় রয়েছেন। ক্ষতিপূরণ না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।