নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মাস্ক ও কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) ভোরে সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ সময় ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করতে প্রত্যেকেরই মুখ কালো মাস্ক কিংবা কাপড় দিয়ে ঢাকা ছিল। ভোরে মহাসড়কে দশ থেকে পনেরো মিনিটের মতো মিছিল দিয়ে ভিডিও ধারণ করেন তারা। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রচার করা হয়।
মিছিলে "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের।
এ বিষয়ে বিস্তারিত জানতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমআরপি/জেএইচ